তার ওপর যদি হয় হৃদয়ছুয়ে যাওয়া এবং ইসলামিক ক্যাটাগরির..??
কি চমকে গেলেন নাকি??
জ্বি আজ আপনাদের এমন এক সংগীতশিল্পীর সাথে পরিচয় করিয়ে দিব যিনি শুধু গানের জন্যই গান গাননা জীবনের জন্য গান ।বিশেষ করে তার acapella স্টাইল এবং মানব সমাজ ও জীবনের স্পর্শকাতর বিষয় নিয়ে গান গাওয়া পাশ্চাত্যে এবং বিশ্বমুসলিম সমাজে প্রচুর জনপ্রিয়তা এনে দিয়েছে ।তার মত এমন ব্যতিক্রমী শিল্পী বিশ্বে আর দ্বিতীয়টি নেই ।তিনি এই পর্যন্ত ৪ ভাষার সংমিশ্রনে তার এলবাম রিলিজ করেছেন ।।
আরব আমিরাতের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার ।নাম তার Ahmed Bukhtir ।
তার বিখ্যাত গানগুলোর মধ্য কিছু হলঃ-
Al Qudsu Tuna Dina,Ya ummi,Ya bunaiya, Fartaqi,Ya akhi, Zawzati,Ya man yara,Tanweer ইত্যাদি ।
তার সমস্ত এলবামের গান নিচের লিঙ্ক থেকে একবারেই নামাতে পারবেন
http://www.nasheedbay.com/artist/9/ahmed-bukhatir
আমি আর থাকতে পারছিলাম না আপনাদের সাথে এমন ব্যাপারটা শেয়ার না করে ।।।।।।
না শুনলেন তো মিস করলেন.....!!!!!
অফিসিয়াল ওয়েব সাইট
www.Ahmedbukhatir.com

No comments:
Post a Comment