যখন লিখছিলাম তখন কিন্তু........
রাত শুরু হচ্ছে । চারিদিকে শুধু মাইকের আওয়াজ । কোথাও বাজছে--- "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভূলিতে পারি......" কিংবা আবার কোথাও --- আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই... চারিদিকে শুধু এই বাংলার জয়গান ।
খুবই ভাল লাগে যখন দেখি অনেকেই খাঁটি বাংলায় কথা বলার চেষ্টায় নিজকে ব্যস্ত রাখে অথবা কথায় কথায় কঠিন অথচ সুন্দর বাংলার সংমিশ্রণে শ্রোতাকে আকর্ষণের চেষ্টায় থাকে নতুবা এমন একটি টি-শার্ট বা কামিজ পড়ল যেখানে কিনা লেখা আছে অ, আ, ই, ঈ কিংবা ক, খ ।।।।।
এই বাংলায় যতসব রয়েছে সবই দেখে মুগ্ধ হই কারণ তা সুন্দর নয় বরং অতিসুন্দর কিন্তু একটা ব্যপারে শুধু অবাক হয়েই যাই এবং ভেবে কোন কুল কিনারা পাই না,
আজকের এই দিনে বাংলাকে নিয়ে এত মাতামাতি, এত ভালবাসা কিন্তু এসব শুধু বিশেষ আজকের এই একটা দিনকে ঘিরে কেন? বাংলার বছরের ৩৬৫ দিনের অন্যান্য সমস্ত দিনগুলোতে কেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের মনে মনে বাংলার জয়ধ্বনি প্রতিফলিত হয় না???
জাতীয় বিবেক এই বিষয়টাতে মুখ গোমড়া করে রয়েছে কেন??
তবে আমি একথা মনে প্রাণে বিশ্বাস করি যে কোন এক পোপ বলেছিলেন---
" রূপে মানুষের চক্ষু জুড়ায় কিন্তু গুণ মানুষের হৃদয় জয় করে " ।
বাংলা ছাড়া অন্যান্য সবই আমাদের চক্ষু জুড়িয়ে যায় কিন্তু আমাদের জন্য চিরসত্য হলো এই বাংলা । বাংলাতেই খাই আবার বাংলাতেই ঘুম যাই বাংলাতেই যে আমাদের সব....!!!
কাজেই একদিন না একদিন আমরা সকলেই বাংলার প্রেমে পরবোই ঠিক যেমনটা পরেছি আমি ...!!!
এবং অনেকেই এই বাংলার প্রেমে পরেছেন আর যারা পরেছেন তারা সর্বদাই তৃপ্তির ঢেকুর তুলেছেন । কি মধু আছে এই বাংলাতে এমন কথা যদি তখন তোমার/আপনাদের জিহবা দিয়ে বেড়িয়ে পড়ে তবে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই!!!!
কারণ বাংলার ইতিহাস বলে, যুগে যুগে যারা এই বাংলার প্রেমে পড়েছে তারা অমরত্ব লাভ করেছে সমাজ, সভ্যতা, ইতিহাস, মানব বিবেক তাদের আঁকড়ে ধরে রেখেছে ঠিক যেমনি ভাবে মা তার সন্তানকে ।।।।
সব কথার কিছু একটা শেষ কথা থাকে তা না থাকলে যে তা অপরিপূর্ণ থেকে যায় কিন্তু আমার কথার যে কোন শেষ নেই কারণ ভালবাসা কখনো নিঃশেষ হয়না.....!!!
তবু যাই হোক, শেষ কথা হলো----
পৃথিবীতে সবাই বিখ্যাত হতে চায় সবাই চায় লোকে তাকে চিনুক কারণ এটাই মনুষ্য জাতির একটি গুণ ।
পৃথিবীতে তার আগমনলগ্ন থেকেই চিত্কার করে কান্নার মাধ্যমে তার এই বিখ্যাত হওয়ার কমন প্রজেক্ট সে শুরু করে..........
কাজী নজরুল ইসলাম,
রবীন্দ্রনাথ ঠাকুর,
ড. মুহাম্মদ শহীদুল্লাহ,
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়,
জীবনানন্দ দাশ,
প্রমথ চৌধুরী,
বেগম রোকেয়া,
জসীম উদ্দিন ও
একালের সর্বশ্রেষ্ঠ বিষ্ময় হুমায়ূন আহমেদ, কবি আল মাহমুদের মত এই মহান বাংলাকে একটি বার আমাদের ভালবেসে দেখা উচিত শুধু মুখে নয় কারণ তারা শুধু মুখেই ভালবাসেননি তারা তাদের কাজে তাদের ভালবাসা প্রকাশ করে গেছেন ফলে শুধু বাঙালীরা তাদেরকে মনে রেখেছেন এবং রাখবেন চিরকাল ।
আশা করবো বিখ্যাত হওয়ার এহেন অপূর্ব সুযোগ কোন বাঙালী হাতছাড়া না করিয়া, নিজকে বুদ্ধিমান বলিয়া সমগ্র সমাজকে জানান দিয়া দিবেন ।।
সব ভাষা সৈনিকের আত্মার মাগফিরাত কামনা করে সবাই কে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।।।।।।।।।।।।।।।।।

No comments:
Post a Comment