Monday, November 11, 2013

বন্ধ জানালা





এই এলবামের সমস্ত গান এখান থেকে ডাউনলোড করুন



বন্ধ জানালা

কথা: জিয়া
সুর : জিয়া
আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।
সারা বেলা বন্ধ জানালা ......


যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা ......



যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে,
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়
সারা বেলা বন্ধ জানালা ......







ভালবাসা মেঘ

কথা: জিয়া/কাঠুরিয়া
সুর : জিয়া
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায়
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি......
নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত
ছম ছমে ভয়......
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক।
ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
মেঘ ঝড়ে ঝড়ে ...... জল উড়ে উড়ে .....
ভালবাসা তাই ...... ভেজা মন থাক .....
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে,
ছুটে ছুটে চলা ......
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা ......
সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে থাক।
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।








বুলেট কিংবা কবিতা

কথা: জিয়া
সুর : জিয়া
নিয়ন আলোর রাজপথে টিএসসির মোড়ে চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়, যদি ফেরার পথে ভুল হয়ে যায়......
মাঝে মাঝে সবুজ পতাকা, দু’হাতের মাঝে বন্দী
অজস্র কবিতায় আর গানে, জ্বলে জ্বলে নিঃশেষ
কবি আর কবিতা রাজপথ ছুঁয়ে যায়
কতশত কবি এমনই এক টিএসসির মোড়ে
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
অসময়ে, অন্ধকারে, দেয়াল জুড়ে বর্ণমালার মিছিল,
ক্লান্ত করুণ চোখে ......শ্লোগান শ্লোগান আর মিছিলের নগরে, টিএসসির নিঃশ্বাস
বুলেট কিংবা কবিতার খাতায়, কবি আর কবিতার খুন হওয়ার আশ্বাস
দেয়াল লেখা থেকে বর্ণমালা যদি আলোর মিছিল হয়ে যায়
টিএসসির মোড়, রাতের রাজপথ বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায় ......
মৃত কবিদের কবিতার আসরে, ছবি হয়ে থাকেনা রাতের রাজপথ
পল্টন ময়দান, টিএসসির মোড়, জনসমাবেশ আর বিশাল অবরোধ
এই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায়
অজস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায় ......








সূর্য

কথা: তুহিন
সুর : তুষার
অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি 
জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো 
সাগর তীরের জীবন দেয়াল, 
সূর্যটাকে রাখিস খেয়াল ......
গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর 
সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি 
স্বপ্ন দহণ পূণ্য না সয় 
সত্যবচন ধর্মে না রয় ......
কথার মাঝে নোনা দেয়াল 
সূর্যটাকে রাখিস খেয়াল ......
কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া 
জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে 
তোমার আমার কাঁচের দেয়াল 
সূর্যটাকে রাখিস খেয়াল ......







একা

কথা: তুষার
সুর : তুষার
রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালোসারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।
আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে.....
যত দূরে যেতে চাই  নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে ........







সহসা দ্বীপ

কথা: তুষার
সুর : তুষার
মনে পড়ে ...... পড়ে না 
মনে পড়ে ...... পড়ে না
সহসা চলে যাই, উদাস স্মৃতির কাব্য ছুঁয়ে, 
ছুটে চলা, অবাক জল রাশির সীমানায় 
সহসা দ্বীপ ......
ধুলোর মিছিলে, মেঘ ঘন বিকেলে 
ক্লান্তি সরিয়ে দেখি, সে
কি বিষ্ময়ে, মনে পড়ে ? 
ধুলোর মিছিলে নিঃশ্চুপ বিকেলে 
বৃষ্টি নামবে বুঝি
দিগন্ত ছাড়িয়, মনে পড়ে ? 
অবাক জলধারার সেই 
সহসা দ্বীপ ......
মেঘের আড়ালে, রোদ জ্বলা বিকেলে 
স্নিগ্ধ পাখির ঝাকে, সে কি বিষ্ময়ে
মনে পড়ে ? 
পূবের আকাশে, সাত রঙা ক্যানভাসে 
জেগে থাকা বালি দ্বীপ, এই নীল সাগরে, মনে পড়ে ?

অবাক জলধারার সেই 
সহসা দ্বীপ ..........








বাস স্টপেজ

কথা:জিয়া 
সুর: জিয়া
নার্সারি ছারিয়ে, চৌরাস্তার মোড়ে
বাস স্টপেজ...... ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে
বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন
বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রতকড়া পারফিউম অযথা সুবাস বাতাসে
ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস
চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে
সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো হাসিমুখ
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।
কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস
বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন
বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালবাসি”
চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছারিয়ে একটু দূরেবিজ্ঞাপন হয় এক্স সুন্দরী
বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি
বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ
উদাস বিজ্ঞাপনে কাঁটে পণ্য রিলিজ
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা
।।









সুপ্রভাত

কথা: জিয়া
সুর : তুষার
একদিন হাঁটছি আমরা ক’জন 
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে 
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর 
ধুলোয় ধূসর আমরা ক’জন 
এই সকালে, রাস্তায় হাঁটছি ......
সুপ্রভাত একদিন আমাদের ......
দ্বিধাহীন ভোর আসে, ফুটপাতে 
ধুলোময় দোকানে খবরের কাগজে ...... 
খেয়ালী কোলাহলে জমে ওঠে 
শহরের রাজপথে যান্রিক কোন সুরে 
এই ঝড়ো সংলাপে, 
এই সুপ্রভাত, রুক্ষ চায়ের কাপে ......
একদিন হাঁটছি আমরা ক’জন 
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই রোদেলা দুপুরে 
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর 
ধুলোয় ধূসর আমরা ক’জন 
ঠিক দুপুরে, রাস্তায় হাঁটছি ...... 
              ৩ 
সুপ্রভাত একদিন আমাদের .....








পরিচয়

কথা: তুহিন
সুর : তুহিন
দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে 
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয় ? 
তোমার আমার এই পরিচয় 
সত্যি কি আর হয়।
কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া 
অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয় 
বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়
তোমার আমার এই পরিচয় 
সত্যি কি আর হয়।
লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা 
মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে 
লোহার খাঁচার ছোট্ট ঘরে 
কোন পাখি কি আর রয় ?
আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ......
তোমার আমার এই পরিচয় 
সত্যি হবার নয়।








বাংলাদেশ

কথা: জিয়া/শাফিন
সুর : শাফিন/জিয়া
যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম 
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম 
যখন গাই এখানেই শুধু শরতের রং এ হয় শেষ 
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ
মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল 
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ 
যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল 
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল 
যেখানে রিম ঝিম বৃষ্টি শুকনো মাটির টানে 
অবিরাম ঝড়ে সবুজ সাজায় ......
মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল 
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ
যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত 
আমায় ভাবিয়ে যায় 
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ 
সবুজ ছুঁয়ে ভাবায় আমায় 
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু’চোখ যেখানে শেষ 
এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,
আমার বাংলাদেশ ......

No comments:

Post a Comment

সর্বাধিক দেখা পোস্ট